নুরুল আলম সিকদা
কক্সবাজার উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে ব্যাটারি চালিত অটোরিকশায় চার্জ করতে গিয়ে বৈদ্যুতিক স্পৃষ্টে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। নিহত মো: রফিক (৩০) ক্যাম্প ২ ইস্টের ডি ৩ ব্লকের আব্দুস শুক্কুরের ছেলে।

শুক্রবার (২ মে) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুতুপালং লম্বাশিয়া বালুর মাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প ২ ওয়েস্টের আমবাগানে বি/১ ব্লকে এবং লম্বাশিয়া ক্যাম্পে জি ১৪ ব্লকের পার্শ্ববর্তী মেম্বারের ঘোনা এলাকায় কলিমুল্লার অটোরিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানাগেছে, নিহত রোহিঙ্গা রফিক দুপুরে অটোরিকশা গ্যারেজে নিজের ব্যাটারি চালিত অটোরিকশা চার্জে করতে যায়, সেখানে বিদ্যুৎ স্পৃষ্টে মাটিতে পড়ে ছিল। গ্যারেজের কর্মচারীরা জুমার নামাজ পড়ে এসে সে মাটিতে পড়া অবস্থায় দেখে কর্মচারী ও সাধারণ রোহিঙ্গারা উদ্ধার করে আইওএম হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন জানান, দুপুরে রোহিঙ্গা ক্যাম্পে অটোরিকশা গ্যারেজে গাড়ি চার্জে দিতে গিয়ে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হওয়ার সংবাদ পেয়েছি। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।