মো: কায়সার
কক্সবাজারের হোটেল-মোটে ল জোনের একটি কটেজ থেকে আব্দুল আলিম (১৭) নামে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যা ৫টার দিকে শহরের হোটেল-মোটেল জোন এলাকায় অবস্থিত ‘লাইট হাউস রিসোর্ট’-এর ২০৬ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল আলিম কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকার বাসিন্দা। তিনি ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পরিবারে আর্থিক সংকট থাকায় পড়াশোনার পাশাপাশি বিভিন্ন স্থানে চাকরির সন্ধানে ছিলেন আলিম। সম্প্রতি হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে একটি কোর্সও সম্পন্ন করেছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আলিমকে বিকেলের দিকে অপহরণ করা হয়েছে বলে তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এর কিছুক্ষণ পরই ওই কটেজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, নিহতের পরিবারের কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন করে ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। প্রাথমিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। কটেজটির ম্যানেজার ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, এ ঘটনায় হত্যার পেছনে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।