ডেস্ক রিপোর্ট :
ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে আজ ট্যুরিস্ট পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশের প্রধান জনাব মোঃ মাইনুল হাসান, বিপিএম, পিপিএম, এনডিসি, অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব)।
সভায় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অপরাধ দমন, নিরাপত্তা জোরদার, সার্বিক অভিযান, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক কার্যক্রমে সাফল্যের জন্য ভূয়সী প্রশংসা করেন প্রধান অতিথি। তিনি কক্সবাজার রিজিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে আরও শক্তিশালী মনোবল নিয়ে নিরাপত্তা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিতমূলক নির্দেশনা প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ রুহুল আমিন, বিপিএম, ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা; জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসাইন, অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ ঢাকা-সিলেট-ময়মনসিংহ ডিভিশন (অতিরিক্ত দায়িত্বে খুলনা-বরিশাল ডিভিশন); এবং জনাব বিধান ত্রিপুরা, পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম বিভাগ।
এছাড়া ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। দেশের সব রিজিয়নের পুলিশ সুপার এবং জোন ইনচার্জগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
0 Comments