সাখাওয়াত হোসাইন 

নিজ পরিবারের কাছ থেকে টাকা আদায়ের উদ্দেশ্যে মিথ্যা অপহরণের নাটক সাজিয়ে কক্সবাজার টুরিস্ট পুলিশকে ভুয়া তথ্য দেওয়ার অভিযোগে আটক হয়েছেন পর্যটক রাকিব।

পুলিশ জানায়, গতকাল রাত ১১টার দিকে রাকিবের এক বন্ধু টুরিস্ট পুলিশের কাছে অভিযোগ করেন যে রাকিবকে অপহরণ করা হয়েছে। অভিযোগে বলা হয়, অপহরণকারীরা রাকিবের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করছে এবং টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হবে।

অভিযোগ পাওয়ার পর টুরিস্ট পুলিশের গঠিত বিশেষ টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় এক ঘণ্টার মধ্যে রাকিবকে উদ্ধার করে। তবে তদন্তে জানা যায়, তিনি নিজেই লুকিয়ে থেকে এই মিথ্যা অপহরণের নাটক সাজিয়েছেন পরিবারের কাছ থেকে টাকা আদায়ের জন্য।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ