সাখাওয়াত হোসাইন
কক্সবাজার দক্ষিণ বনবিভাগে কর্মরত এক বিট কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে রেঞ্জ কর্মকর্তা এটিএম আলী নেওয়াজের বিরুদ্ধে।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রাজারকুল রেঞ্জ অফিস প্রাঙ্গণে। এ ঘটনায় বনবিভাগের অভ্যন্তরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী রাজারকুল রেঞ্জের আওতাধীন আপারেজ বিট কর্মকর্তা আমজাদ হোসেন জানান, হেল্প প্রজেক্টের শ্রমিকদের বকেয়া মজুরি এবং অন্যান্য কাজের হিসাবের টাকা চাইলে রেঞ্জ কর্মকর্তা আলী নেওয়াজ ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি নিজ অফিসেই তাকে ব্যাপক মারধর করেন। পরে উপস্থিত শ্রমিকরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে কক্সবাজারের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
গুরুতর আহত আমজাদ হোসেন দৈনিক মেহেদীকে বলেন,আমি নিয়মিত কাজের টাকা ও শ্রমিকদের প্রাপ্য মজুরি চাইতেই আলী নেওয়াজ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বেধড়ক মারধর করেন। এসময় আমি প্রাণে বাঁচতে চিৎকার করলে উপস্থিত শ্রমিকরা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে। পুরো ঘটনাটি রেঞ্জ অফিসের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড রয়েছে।”
তিনি আরও জানান, ঘটনাটি তিনি বনবিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।
এদিকে অভিযুক্ত রেঞ্জ কর্মকর্তা এটিএম আলী নেওয়াজের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. নুরুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আমি অবগত আছি। তবে আহত বিট কর্মকর্তা অফিসে উপস্থিত না হওয়ায় এখনো কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। তিনি লিখিত অভিযোগ দিলে অবশ্যই বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের মতে, বনবিভাগের বিভিন্ন প্রকল্পের অর্থ বরাদ্দ ও শ্রমিকদের বেতন প্রদানে দীর্ঘদিন ধরে অনিয়ম চলছে। কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব ও অর্থনৈতিক লেনদেনকে কেন্দ্র করে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে।
ঘটনার পর থেকে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে। ভুক্তভোগী বিট কর্মকর্তা আমজাদ হোসেনের দাবি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। অন্যথায় এর পুনরাবৃত্তি ঘটতে পারে।
0 Comments